ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় অবৈধ দখলদারদের কবল থেকে কোটি টাকার খাসজমি উদ্ধার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   চকরিয়া উপজেলা প্রশাসন দীর্ঘবছর পর অবশেষে বেহাত হওয়া কোটি টাকা দামের সরকারি খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে। সোমবার বিকালে উপজেলা সহকারি কমিশনার ভুমি খোন্দকার ইফতেখার উদ্দিন মোহাম্মদ আরাফাতের নেতৃত্বে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক লাগোয় চকরিয়া শহরের জমজম হাসপাতালের বিপরীত এলাকা থেকে অবৈধ দখলদারদের কবলে ওই জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকৃত জায়গার পরিমাণ ৯ শতক বা ২৭ কড়া। বর্তমান বাজার মুল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা ধারণা করছেন প্রশাসনের সংশ্লিষ্টরা। জায়গা উদ্ধারের পর ওই এলাকায় লাল পতাকা উচিয়ে দেয়া হয়েছে।

চকরিয়া ভুমি অফিসের কর্মকর্তা তপন কান্তি পাল বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চকরিয়া উপজেলা সদরের জমজম হাসপাতালের বিপরীতে চিরিঙ্গা মৌজার ৯ শতক সরকারি খাসজমি স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছিলো। সেখানে তাঁরা দোকানপাট তৈরী করে রীতিমত ব্যবসা করে আসছে। বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আসলে সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবশেষে কোটি টাকা দামের সরকারি খাসজমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অভিযানে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত ওই জায়গায় লাল পতাকা-খুটি দিয়ে সরকারের দখলে নেয়া হয়।

পাঠকের মতামত: