ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সমুদ্র সৈকত হবে বীচ ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু -জেলা প্রশাসক

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার ::
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত অচিরেই বীচ ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু হবে। এ জন্য কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১ জুলাই রবিবার দুপুর ১২টায় সৈকতের সীগাল পয়েন্টে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওয়ালটন বীচ মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সমুদ্র উপকূলীয় সব জেলা নিয়ে এখানে একটি বৃহৎ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে জাতীয় পর্যায়ের ন্যায় কক্সবাজারের মেয়েরা বিশেষ অবদান রাখবে। তবে এর আগে সৈকতে বেশি বেশি ঘরোয়া খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। সেক্ষেত্রে মেয়েদের এই বীচ ফুটবল মাইলফলক হয়ে থাকবে। দেশের মানুষ বীচ ফুটবলের জন্য সৈকতকে আলাদাভাবে চিনবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. এ,কে,এম ইকবাল হোসেন ও ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডাইরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফ,এম ইকবাল বিন আনোয়ার ডন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। এবার প্রতিযোগিতায় মেয়েদের নিয়ে বিশ্বকাপের বিভিন্ন দেশের নামে ৮টি টিম অংশগ্রহণ করে। টিম গুলো হলো- জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান ও পর্তুগাল। উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৫-৩ গোলে হারায় ফ্রান্স। দ্বিতীয় খেলায় পর্তুগালকে ২-১ গোলে হারায় জাপান। ৩ জুলাই দুপুরে একই স্থানে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবিদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য শাহীনুল হক মার্শেল, রাশেদ হোসাইন নান্নু, খালেদ আজম বিপ্লব, ওমর ফারুক ফরহাদ, সুবীর বড়–য়া ভুলু, আলী রেজা তসলিম ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা খালেদা জেসমিন।

পাঠকের মতামত: