ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ার চিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে নুরু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। আজ ২০জুন (বুধবার) ভোটারদের উৎসব মুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চকরিয়া পৌরশহরের সমবায় মার্কেটস্থ সমিতির নিজন্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এ ভোট গ্রহণ চলে। অনুষ্টিতব্য নির্বাচনে নুরুল হুদা নুরু সভাপতি ও বর্তমান সম্পাদক সেলিম উদ্দিন লিটন সাধারণ সম্পাদক পুন:রায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট গণনা শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার সেলিম উল্লাহ এম এ ও উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের প্রার্থীদের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

অনুষ্টিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ার প্রতীক নিয়ে নুরুল হুদা ২৫৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাতা প্রতীক নিয়ে আলহাজ আবদুল হামিদ মেম্বার পেয়েছেন ১৭৭ভোট। গোলাপ ফুল প্রতীক নিয়ে ২২২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন লিটন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: জাহাঙ্গীর হোছাইন আনারস প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়েছেন।এছাড়াও সমিতির নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডা: আনন্দ মোহন দে। চিরিংগা সমিতির আওতাধীন ৯টি ব্লক থেকে একজন করে সদস্য নিবার্চিত হয়েছে। ভোটারা ভোট প্রয়োগের মাধ্যমে যারা সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ব্লকে সদস্য পদে আলহাজ নুরুল আমিন, ২নং ব্লকে মো: নুরুচ্ছফা, ৩নং ব্লকে ফোরকান, ৪নং ব্লকে আমিনুল ইসলাম, ৫নং ব্লকে জমির উদ্দিন, ৬নং ব্লকে জিয়াবুল করিম, ৭নং ব্লকে আরাফাত হোসেন, ৮নং ব্লকে আনোয়ারুল মোহসিন ও ৯নং ব্লকে আকতার সদস্য নির্বাচিত হয়েছেন। সমিতির অনুষ্টিতব্য নির্বাচন শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এতে নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করার পাশাপাশি সমিতির কর্মী বাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে।

পাঠকের মতামত: