ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঈদগড়ে শিক্ষক হত্যার আসামী চট্টগ্রামে গ্রেফতার

IMAGE-EIDGOR-19-2_1কামাল শিশির, ঈদগড়:
রামুর ঈদগড়ে গত ৫ জানুয়ারী দিবাগত রাত  দেড় টায় নিজ বাড়ীতে খুন হওয়া শিক্ষক নুরুচ্ছফা হত্যা মামলার এজাহার ভূক্ত ৩নং আসামী কিলার আবুল কাশেম(২৮) চট্টগ্রাম বায়োজিদ থানার পাশাপাশি এলাকা হতে জনতার হাতে আটক হয়।
শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, মাষ্টার হত্যার পর থেকে উক্ত আসামী পালিয়ে গিয়ে চট্টগ্রাম বায়োজিদ থানা সংলগ্ন এলাকায় জনৈক কলোনিতে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা প্রশাসনের সহযোগীতায় উল্লেখিত এলাকা হতে তাকে আটক পূর্বক ঈদগড় বাজারে নিয়ে আসলে এলাকার হাজার হাজার জনতা জড়ো হয়ে মিছিল বের করে এবং খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই স্লো গান দিয়ে মিছিল করে। এরপর আটক আসামীকে পুলিশে সোপর্দ করে। ঈদগড়ে দায়িত্বরত রামু থানা এ এস আই শাহ আলম জানান, শিক্ষক নরুচ্ছফা হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী আটক কিলার আবুল কাশেম এ রিপোর্ট লেখাকালীন সময়ে রামু থানা হেফাজতে রয়েছে।
উখিয়া এ এস পি সার্কেল আব্দুল মালেক ঈদগড় ক্যাম্পে আসামী দেখাকালীন জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হবে এবং তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের মূল রহস্য বের করার পাশাপাশি আদালতের মাধ্যমে আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত: