ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শনিবার ৩৬ জেলায় ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক ::image_149241_0

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে জামানতের টাকা জমা দেয়ার সুবিধা দিতে শনিবার ৩৬ টি জেলায় সব ব্যাংক শাখা খোলা থাকবে।
নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নির্বাচন সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রথম পর্যায়ে ৭৫২ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি সোমবার। ১৯ ও ২০ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং মহান ২১ ফেব্রুয়ারির কারণে রোববার ছুটি থাকার কারণে নির্বাচন কমিশন শনিবার নির্বাচনী এলাকায় ব্যাংক খোলা রাখতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানায়।

পাঠকের মতামত: