ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঈদগাঁও ছড়া ভেঙে জনপদ প্লাবিত

এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

গত দুইদিন ধরে অব্যাহত দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ঈদগাঁও ছড়া /খাল (পশ্চিম পোকখালী অংশ) ভেঙ্গে পোকখালী, গোমাতলী ও মধ্যম পোকখালী এলাকা এখন পানিতে প্লাবিত। বন্ধ হয়ে গেছে প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা। ইউনিয়নের প্রায় এক চতুর্থাংশ এলাকা বর্তমানে পানিবন্ধী বললেই চলে। ক্ষতির সম্মুখীন ঘরবাড়ী, ফসল, চিংড়ি ঘের। ১১ জুন সকাল থেকে পুরো এলাকা পানিবন্ধী,চলাচলের রাস্তার উপর চলাচল করছে পানি।

এদিকে পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও সচিব এম নুরুল কাদের ইউনিয়নের ভাঙ্গনকৃত ও পানিবন্দি এলাকা পরিদর্শন করেন। তবে পানি যদি নেমে না যায় এবং ছড়ার ভাঙ্গা অংশ দ্রুত মেরামত না হলে জোয়ারের পানিতে আবারো প্লাবিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা। সে সাথে আবহাওয়ার অবস্থা অপরিবর্তীত থাকায় ইউনিয়নবাসীকে সতর্ক থাকার আহবান জানান ইউপি চেয়ারম্যান।

তিনি আরো জানান, পানি বন্দি ও ভাঙ্গনকৃত এলাকার অসহায় লোক জনের মাঝে ইফতার বিতরনের ব্যবস্থা করছেন বলেও জানান।

পাঠকের মতামত: