ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়া সমিতি-চট্টগ্রাম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ::

চকরিয়া সমিতি-চট্টগ্রাম এর সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহামদ বলেছেন- প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অপার সম্ভাবনাময় চকরিয়াকে ভবিষ্যতে সৎ ও যোগ্য নেতৃত্ব দ্বারা আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি গতকাল ৮ জুন সংগঠনের উদ্যোগে বন্দর নগররী চট্টগ্রামের অভিজাত কমিউনিটি সেন্টার “স্মরণিকা’য় আয়োজিত এক ইফতার আয়োজনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন- আমার প্রতিবেশী উপজেলা চকরিয়া। এতো বিশাল এবং সমৃদ্ধ উপজেলার প্রতিবেশী হতে পেরে আমি খুব অভিভুত। তিনি চকরিয়া সমিতির কার্যক্রমে উচ্চসিত প্রশংসা করে বলেন- এরকম একটি সংগঠন আছে বলেই আমরা নানা কর্মব্যস্ততার মধ্যেও সবাই একত্রি হয়ে নিজেদের ভাব প্রকাশ এবং কুশল বিনিময়ে সুযোগ পেয়েছি। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ্্ উদ্দিন আহামেদ সি.আই. পি. সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, সন্দীপের ইউ.এন.ও. নুরুল হুদা, সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ¦ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, সাবেক সভাপতি রহিম উল্লাহ্্, বর্তমান সহ- সভাপতি ড. মোঃ সানাউল্লাহ্্, সাবেক সহ-সভাপতি আতাউল হক, বর্তমান সাধারণ সম্পাদক এম. হামিদ হোছাইন বক্তৃতা করেন। বন্দর নগরী চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন শ্রেণী-পেশার ২ হাজারেরও অধিক আমন্ত্রিত অতিথি এ আয়োজনে অংশ গ্রহণ করেন।

পাঠকের মতামত: