ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া শ্রমিকদলের ইফতারে বক্তারা: বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, তাই আন্দোলনের বিকল্প নেই

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার (৬জুন) বিকালে থানা রাস্তার মাথাস্থ উপজেলা শ্রমিকদলের কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক ও জেলার সহ-সভাপতি এসএ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি ও জেলার সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ কুতুবউদ্দিন কমিশনার।

চকরিয়া উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মনজুর আলম ও প্রথম যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন লাল্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম সিকদার, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাঁকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মহিউদ্দিন পুতু, ফাসিয়াখালী বিএনপির সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন মোস্তাক, চকরিয়া পৌরসভা যুবদলের সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবুল, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিনহাজ উদ্দিন, চকরিয়া পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, মাতামুহুরী উপজেলা শ্রমিকদলের আহবায়ক বেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদু ছালাম, চকরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকী, চকরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান মানিক, চকরিয়া উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আবদুল করিম, নাজেম উদ্দিন, কক্সবাজার শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, আবাসিক শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, বিএনপি নেতা শফিকুল হায়দার, আকতার আহমদ, লিয়াকত আলী, জহির আহমদ, রহমান, ফাসিয়াখালী শ্রমিকদলের নাজেম উদ্দিন, নুরুল আবছার, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের বেলাল উদ্দিন, কবির হোসেন, পহরচাঁদা শ্রমিকদলের আনোয়ার হোসেন, রেজাউল করিম, নুর মোহাম্মদ, বরইতলী শ্রমিকদলের আবদু ছমদ, জিয়াবুল হক, কাকারা শ্রমিকদলের আলাউদ্দিন, খুটাখালী শ্রমিকদলের জামাল হোছাইন, নুরুল আলম, কৈয়ারবিলের শাহাতাদ, ফরিদুল আলম, সুরাজপুর শ্রমিকদলের শাহাব উদ্দিন, ডুলাহাজারা শ্রমিকদলের ছৈয়দুল আলম ড্রাইভার, সাইফুল ইসলাম, নুরুল আজিজ, আরিফ উল্লাহ, লিয়াকত আলী, ইলিয়াছ, জসিম উদ্দিন, মোহাম্মদ সাঈদ, আবদুর রহিম, জসিম উদ্দিন, আবছার। এছাড়াও ইফতার মাহফিল ও আলোচনা সভায় চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকলস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বলেছেন, বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এইদেশে কোন নির্বাচন হবেনা। সরকারের পাঁতানো নির্বাচনের নীলনকশা প্রতিহত করতে ঈদের পর বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি অভিযোগ করেছেন, পবিত্র রমজান মাসে খুনের আসামিরাও জামিনে মুক্তি পাচ্ছে। অথচ দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম জিয়া আজ প্রতিহিংসার শিকার হয়ে আজ কারাবন্দি। একদেশে দুই ধরণের বিচার হতে পারেনা।

অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি প্যানেল মেয়র রফিকুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হলে আন্দোলনের বিকল্প নেই। সেই আন্দোলনে শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাহ উদ্দিন আহমদ অতি শ্রীঘ্রই দেশে ফিরবেন। তাদের দিকনির্দেশা মতে তৃনমুলে কাজ করতে এখন থেকে শ্রমিকদলের নেতাকর্মীদেরকে প্রস্ততি গ্রহণ করতে হবে। #

পাঠকের মতামত: