ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে তীব্র যানজট : নেই ট্রাফিক পুলিশ : জনদূর্ভোগ চরমে

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

জেলা সদরের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাও বাজারে তীব্র যানজটে ফের নাকাল হয়ে পড়েছে। সে সাথে জনদূর্ভোগে পড়েছে সর্বশ্রেনী পেশার মানুষজন। দীর্ঘকাল ধরে বাজার ও ষ্টেশনকেন্দ্রীক কোন প্রকার ট্রাফিক পুলিশ না থাকায় ঝানজটের মাত্রা তীব্র আকার ধারন করছে। ব্যাটারী চালিত নানা যানবাহন আর ছোট বড় গাড়ী প্রতিনিয়ত বাজারের প্রধান ডিসি সড়কের যত্রতত্র স্থানে ঝানজট সৃষ্টি করে চলছে। পাশাপাশি আনাড়ী, অদক্ষ ও অল্পবয়সী তরুনেরা এসব গাড়ী চালাতে গিয়ে সাইট না বুঝার কারনে এহেন অবস্থার সৃষ্টি বলে জানান অনেক পথচারী। প্রাপ্ত তথ্য মতে,ঈদগাওতে আশংকা জনক হারে বেড়েই গেছে টমটমসহ নানা গাড়ী। এসব যানবাহন বাজারের অলিগলি,প্রধান ডিসি সড়ক ছাড়াও বৃহত্তর ঈদগাও এলাকার প্রত্যান্ত পাড়া মহল্লায় ছোট বড় সড়কে ভাড়ার সসময় যত্রতত্র স্থানে গাড়ী দাঁড় করানোর ফলে এহেন অবস্থার সৃষ্টি। যাতে করে লোকজনদেরকে মহা বিপাকে পড়তে হয়।  তবে সচেতন লোকজনের মতে, ঈদগাও বাজার সহ উপবাজার কিংবা সড়ক মহাসড়কের যেখানে সেখানে যানজটের অন্যতম কারন হচ্ছে টমটম। এসব লাইসেন্স বিহীন ও অল্প বয়সী  চালকের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবীতে পরিনত হয়ে পড়েছে বলেও মত প্রকাশ করেন। দেখা যায়, এসব অদক্ষ ও অল্প বয়সী চালকরা পাড়া মহল্লার সড়ক পেরিয়ে মহাসড়কে টমটম চালাতে। যার ফলে নানা সময়ে ছোট বড় দূর্ঘটনায় পাশাপাশি যত্রতত্র স্থানে জ্যাম সৃষ্টি করার আরেক নাম হচ্ছে ব্যাটারী চালিত টমটম। ৪ জুন বিকেলে ঈদগাঁও বাজারের ত্রিমুখী পয়েন্ট ঈদগাহ হাইস্কুল গেইট সংলগ্ন এলাকায় অসহনীয় যানজটের কবলে পড়তে দেখা গেছে লোকজনদেরকে। প্রায় ঘন্টারও বেশী সময় ধরে দূর্ভোগে পড়েছিল রোজাদার,মার্কেটমুখী ক্রেতাসহ সাধারন মানুষ।

এ ব্যাপারে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল হক মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকলকে বলার পরেও কেউ সহযোগীতা করছেনা বলে জানান।

অন্যদিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়ার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত: