ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ওমানে বন্যায় মৃত্যু চকরিয়ার এমরান’র লাশ দেশে আনতে সহায়তা কামনা পরিবারের

চকরিয়া নিউজ ডেস্ক ::

ওমানে ভয়াবহ বন্যার কবলে পড়ে মারা গেছেন কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ এমরান (২৬)। বর্তমানে তাঁর লাশ সে দেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত হাসপাতালে রয়েছে। গত শুক্রবার এ খবর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা বাবা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরা। স্বজনহারা পরিবারটি এখন লাশটি অন্তত দেশে আনতে চায়। এ জন্য তারা পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছে।

মোহাম্মদ এমরান কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার আবদুল গণির ছেলে। তাঁর বড় ভাই বেলাল উদ্দিন জানান, গতকাল সকালে তাঁরা জানতে পারেন যে এমরান সম্প্রতি ওমানে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কবলে পড়ে গত ২৪ মে মারা গেছেন। বর্তমানে তাঁর লাশ ওমানে একটি হাসপাতালের হিমঘরে রক্ষিত আছে।

বেলাল আরো বলেন, ‘আমাদের পরিবারের সদস্যসংখ্যা ১০ জনের বেশি। মারা যাওয়া এমরানের আয়ের ওপরই নির্ভরশীল ছিলাম আমরা। এ ঘটনায় আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এখন কিভাবে এই সংসার চলবে তা ভাবনায় কুলাচ্ছে না।’

বৃদ্ধ বাবা আবদুল গণি বলেন, ‘অন্তত ছেলের লাশটা পেতে চাই। আমার ছেলের লাশ কিভাবে দেশে আনতে পারব তা জানি না। লাশ আনতে কোথায় কী করতে হবে তা-ও জানা নেই। এই অবস্থায় চোখেমুখে অন্ধকার দেখছি।’

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে এখনো লিখিতভাবে পরিবারের কাছ থেকে কিছু জানানো হয়নি। লিখিত আবেদন পেলে লাশ দেশে আনার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত: