ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত ইউপি সদস্য আক্তার কামালের দা্ফন সম্পন্ন

ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করল পুলিশ

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
কক্সবাজার দরিয়া নগরে টেকনাফের তালিকাভূক্ত ইয়াবা কারবারী,বর্তমান ইউপি মেম্বার ও যুবলীগ নেতার পরিত্যক্ত লাশসহ অস্ত্র-বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম শেষে রাতেই স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
সুত্রে জানা যায়, ২৫মে ভোর রাতে কক্সবাজার হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম দরিয়া নগর এলাকায় দু‘পক্ষের গোলাগুলির সংবাদ পেয়ে বিশেষ ফোর্স নিয়ে অভিযানে গেলে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি পরিত্যক্ত লাশ, পাশে ইয়াবা, দেশীয় তৈরী অস্ত্র ও বুলেট দেখতে পান। পরে পুলিশ লাশসহ ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করে পরিচয় সনাক্তের পর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন। পোস্ট মর্টেম শেষে লাশ রাতে বাড়িতে আনা হয় এবং বাদে তারাবীর পর রাত ১০ টার দিকে মুন্ডার ডেইল জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
গোয়েন্দা সুত্রে জানা যায়,নিহত আক্তার কামাল (৪০) তালিকাভূক্ত ইয়াবা কারবারী।
তবে সে সাবরাং ইউনিয়ন ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

পাঠকের মতামত: