ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা, মদ ও স্বর্ণালংকা আটক করেছে কোস্টগার্ড

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি ষ্টেশান কক্সবাজারের টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, মদ ও স্বর্ণালংকা আটক করেছে। বুধবার ২৩ মে র‌্যাব সদস্যরা এ অভিযান চালায়। টেকনাফ কোস্ট গার্ড বাহিনীর সহকারী গোয়েন্দা পরিচালক লেঃকমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ জানান, টেকনাফ থানাধীন কেরুনতলী খাল এলাকায় গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা, ৫’শ ক্যান আন্দামান গোল্ড, ৬ জোড়া কানের দুল, ২ পিস আংটি, ১ পিস চেইন রকেট ও ১২ পিস নাকের ফুল আটক করা হয় । যার আনুমানিক বাজার মূল্য টাকা ২ কোটি ৫৪ হাজার ৭৪ হাজার টাকা। উক্ত অভিযানে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানা তিনি। জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত: