ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মহেশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধিঃ  

মহেশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মে বেলা ১২টায় পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়ায় ঘটনাটি ঘটে। শিশুটির নাম সুমাইয়া (৭)। নিহত শিশুটি ওই এলাকার করিম উল্লাহর কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলার চলে অন্যান্য শিশুদের সাথে শিশুটি বাড়ির পাশ্ববর্তী পুকুরে চলে যায়। এক সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ভাসমান অবস্থায় আশেপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

##############

মহেশখালীতে স্বামী-স্ত্রী সহ সড়ক দুর্ঘটনায় আহত- ৪

মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় চালক সহ ০৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ০৪জনের অবস্থায় গুরুত্বর বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে, ১৫ মে সকাল ১১টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের চলাচলের রাস্তার উপর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বড়মহেশখালীর বড় ডেইল থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি গোরকঘাটা বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মাহারাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির পিঁছনে বাঁধা আইসক্রিমের গাড়ীর সাথে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটে।ওই সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সিনজিতে থাকা ড্রাইভার সহ ৩ জন যাত্রী আহত হয়। আহতরা হলেন, মগরিয়াকাটা গ্রামের আব্দুল জলিলের পুত্র হাজ্বী মোহাম্মদ সোলাইমান (৫৫), বড় ডেইল গ্রামের আব্দু শুক্কুরের স্ত্রী জাইতুন নাহার (৩২), মৃত হোছন আলীর পুত্র আব্দু শুক্কুর (৪০), গাড়ির চালক শহিদুল্লাহর পুত্র মোহাম্মদ রুবেল (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

পাঠকের মতামত: