ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বিএনপির যৌথ সভায় মেয়র হায়দারকে একক প্রার্থী ঘোষণা

Chakaria-Picture-B-N-P-Norul-Islam-haidar_1নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
চকরিয়া পৌরসভার আসন্ন ২০মার্চ নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,মহিলাদল ও তরুণ প্রজন্মদলের যৌথ উদ্যোগে এক জরুরী সভা গতকাল ১৬ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় চিরিংগাস্থ মেয়র হাউসে পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মৌলভী রফিক আহমদের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট), বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির প্রধান উপদেষ্টা সৈয়দ আবদুল কাদের চৌধুরী ছুট্টো মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ঝিনু ও কাউন্সিলর রাশেদা বেগম, ওয়ার্ড বিএনপির সভাপতি যথাক্রমে জাফর আলম কালু, রব্বর আলী, ফিরোজ আহমদ, নাজেম উদ্দিন কাউন্সিলর, পৌর যুব বিষয়ক সম্পাদক এএম আলী আকবর, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যথাক্রমে বেলাল উদ্দিন রাজা, আবদুর রহমান বাবুল চৌধুরী.শাহজাহান, শিব্বির আহমদ, সাহাব উদ্দিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, সোলাইমান বাবুল, সৈয়দ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি আকতার ফারুক খোকন, সিনিয়র সহসভাপতি ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহবায়ক যথাক্রমে মনোহর আলম মনু, একরামুল হক, শহিদুল হক,নুরুল আলম,সাইফুল আলম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এইচএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম সৈয়দ, শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, সহসভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, ছাত্রদলের আহবায়ক মো: আলী, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন নিশান, সৈয়দ নজরুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সুমন, মামুনুর রহমান, আনোয়ারুল ইসলাম আজাদ, তরুণ দলের আহবায়ক রানা হামিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দারকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সভায় বক্তারা বলেন, বিএনপি প্রার্থী বিজয় ছিনিয়ে নিতে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ ও তাদের লালিত পুলিশ বাহিনী দিয়ে অনেক ধরণের হুংকার ছড়ানো হবে। মনে রাখতে হবে চকরিয়া পৌরসভা সহ পুরো কক্সবাজার জেলা হচ্ছে বিএনপির দূর্গ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদের ঘাটি। নেতাকর্মীদের অবস্থান শক্ত থাকলে বিরোধী পক্ষ শতচেষ্টা করেও এ দূর্গে হানা দিতে পারবেনা।

পাঠকের মতামত: