ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে বসেছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

ক্রীড়া প্রতিবেদক ::

পর্যটন নগরী কক্সবাজারে আজ বুধবার থেকে শুরু হয়েছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। যাদের শ্রম, মেধা আর নিবিড় অধ্যবসায়ে সমৃদ্ধ হয়েছে এ দেশের ক্রিকেট। আবারো মাঠের ক্রিকেটে ফিরছেন স্বর্নালী সে সময়ের তারকারা। বাংলাদেশ জাতীয়, ‘এ’ কিংবা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন তাদের অংশগ্রহণে তৃতীয়বারের মত শুরু হয়েছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ২০১৮’।

এবারের আসর হবে ১০০ বল ফরম্যাটে। এই টুর্নামেন্টন দিয়েই ক্রিকেট ইতিহাসে শুরু হচ্ছে ১০০ বলের ইনিংস। নতুন এ ফরম্যাটে ১৫ ওভার হবে ৬ বলে। শেষ ওভার হবে ১০ বলে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্প্রতি ১০০ বলের নতুন ফরম্যাটের প্রস্তাব করে। তাদের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে ঘরোয়া ক্রিকেটে এ ফরম্যাট চালু করার কথা বলা হয়েছে। তবে এমসিসি কর্তৃপক্ষ এ আসরেই নতুন ফরম্যাট চালু করে ইতিহাস রচনা করল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে এবার পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স এবং র’নেশনস খুলনা মাস্টার্স।

অংশগ্রহণকারী দল ও ক্রিকেটার

বেক্সিমকো ঢাকা : খালেদ মাহমুদ সুজন, ফয়সাল হোসেন ডিকেন্স, মেহরাব হোসেন অপি, সজল চৌধুরি, তালহা জুবায়ের, মো: রফিকুল ইসলাম, রাশেদুল হক সুমন, মোরশেদ আলী খান সুমন, ইমরান পারভেজ, মিনহাজ আহমেদ শাফিল, এসএম গোলাম ফাইয়াজ, মিনহাজুল আবেদীন নান্নু, মির জিয়া উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ পার্থ।

র’নেশনস খুলনা : মো: হাসানুজ্জামান ঝরু, মো: সেলিম, জামাল উদ্দিন আহমেদ, নিয়াজ মোরশেদ পল্টু, শফিউদ্দিন বাবু, শেখ গোলঅম মোস্তফা, আসাদুল্লাহ খান বিপ্লব, সাফাক আল জাবির, নাইম আফরোজ খান, জুয়েল হোসেন মনা, মুরাদ খান, হামিন আহমেদ, গাজী আলমগীর, ফারুক আহমেদ।

সিলেট মাস্টার্স: নাইমুর রহমান দুর্জয়, হান্নান সরকার, হাবিবুল হোসেন শান্ত, জাকির হাসান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আনিসুল হাকিম রাব্বানি, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল্লা খান জেম, তৌহিদ হোসেন শ্যামল, সঞ্জয় চক্রবর্তী, মো: সাইফুল ইসলঅম খান, ফাহিম মুনতাসির সুমিত, তাসরিকুল ইসলাম টোটাম, সোহেল হোসেন পাপ্পু।

আম্বার চিটাগং: আকরাম খান, মাসুদুর রহমান মুকুল, আহসানউল্লাহ হাসান, মো: শাহনেওয়াজ কবির শুভ্র, আজম ইকবাল, তারেক আজিজ খান, সানোয়ার হোসেন, হুমাউন কবির, মোবাল্লিগ জেমস, জহিরুল হক খান রাসেল, জাহাঙ্গীর আলম, জোবায়ের মো: ইশতিয়াক, মো: মাহমুদুল হাসান রানা।

রাজশাহী মাস্টার্স: খালেদ মাসুদ পাইলট, আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো: এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হারুনুর রশিদ লিটন, নিয়ামুর রশিদ রাহুল, মো: ইকবাল হোসেন, ওয়াসেল উদ্দিন আহমেদ, আনিসুর রহমান সঞ্জয়, আলী আরমান রাজন, মনিরুল ইসলঅম তাজ, বাকি বিল্লাহ হিমেল, ইমতিয়াজ আহমেদ পলাশ।

পাঠকের মতামত: