ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মে দিবসে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের শোডাউন

নিজস্ব প্রতিবেদক:
মহান মে দিবসে কক্সবাজার শহরে বিশাল শোডাউন করেছে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-১৩৯২/৮৯)।
‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ কর করতে হবে, মে দিবস দিচ্ছে ডাক শোষকদের হাত নিপাত যাক’ ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তুলে শহরের অলিগলি।
মাথায় লাল কাপড় পরিহিত হাজারো শ্রমিকদের জমানো ক্ষোভ আর প্রতিবাদে প্রকম্পিত হয়ে উঠে শহর।
সবার আওয়াজ একটাই ‘আমরা মলিক নামধারী শোষকের হাত থেকে মুক্তি চাই। ন্যায্য অধিকার চাই। কথা বলার স্বাধীনতা চাই।’
দিনটি উপলক্ষ্যে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল সকাল দশটায় শহরের পানবাজার সড়ক থেকে বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের পরিচালানয় সমাবেশে বক্তব্য দেন সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হামিদুল আজম বকুল।
এ সময় কৃষি অফিস সড়ক সভাপতি তানিম, পানবাজার সড়ক সভাপতি মামুন, দিদার, হকার মার্কেটের সভাপতি মোহাম্মদ শাহেদ, মসজিদ মার্কেটের জাহাঙ্গীর আলম, সুপার মার্কেটের আবু তাহের, এছালামের আব্বাস উদ্দিন, বেলাল উদ্দিন, কামাল হোছাইন, এবিসি সড়কের জাহাঙ্গীরসহ সংগঠনের প্রতিটি শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।

পাঠকের মতামত: