ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাগরে নিখোঁজ পোকখালীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :las

কক্সবাজার সদরের পোকখালী ও চৌফলদন্ডী মধ্যবর্তী এলাকার পশ্চিমে মহেশখালীর সাগর মোহনায় শখের বসে মাছ শিকার করতে গিয়ে কাল বৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজে ২ দিন পর একজনের মৃতদেহ মহেশখালীর শাপলাপুর থেকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া কিশোর লোকমান হাকিম (১৪) পোকখালী ইউনিয়ের দক্ষিন নাইক্যংডিয়া এলাকার মৌলভী নুরুল ইসলামের পুত্র। মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান রফিক আহমদ। নিখোঁজ অপর শফিউল্লাহর মামাত ভাই জালালাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এমইউপি নুরুল আলম জানায়,
আজ ২মে বুধবার বেলা বারটার দিকে তার মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা।তারা তাৎক্ষনিক বিষয়টি পোকখালী এলাকার জেলেদের কাছে খবর পাঠালে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, মেম্বার হেলাল উদ্দীনসহ স্বজনরা বোট যোগে মহেশখালী শাপলাপুর গিয়ে লাশটি লোকমান হাকিমের বলে শনাক্ত করে।এ রিপোর্ট লিখা পর্যন্ত তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চালাচ্ছে ।

উল্লেখ্য,গত সোমবার বিকালে তারা ৮ বন্ধু মিলে ছিদ্দিক মিয়ার ঘোনার পশ্চিমে শখের বসে নৌকা নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়।এ সময় কাল বৈশাখীর তান্ডবে তাদের বহনকৃত নৌকাটি ডুবে গেলে ৬ জন সাতাঁর কেটে কুলে ফিরে আসতে পারলেও ২জন নিখোঁজ হয়ে যায়।দুইদিন সম্ভাব্য স্থানে সন্ধান চালিয়েও পাওয়া যায়নি তাদের জীবিত অথবা লাশ। অবশেষে একজনের মৃতদেহ উদ্ধার হলেও আরেকজন শফিউল্লাহর লাশ খুঁজে পায়নি তার স্বজনরা।

পাঠকের মতামত: