ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোডাউন

নিজস্ব প্রতিবেদক :
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের নানা কর্মসূচিতে কক্সবাজার শহর ছিল ট্রেড ইউনিয়নভূক্ত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দখলে। দিনটিতে তারা বর্ণাঢ্য আয়োজনে মিছিল, সমাবেশ করেছে। দুস্থদের মাঝে খাবার বিতরণ ছিল লক্ষ্যণীয়।
‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ কর করতে হবে, মে দিবস দিচ্ছে ডাক শোষকদের হাত নিপাত যাক’ ইত্যাদি শ্লোগানে ক্ষুব্ধ শ্রমিকরা মুখরিত করে তুলে শহরের অলিগলি।
সকালে থেকে বিভিন্ন এলাকার শ্রমিকরা মাথায় লাল কাপড় পরে জমায়েত হতে থাকে শহরের পানবাজার সড়কে।
সেখান থেকে বের করা হয় হাজানোর শ্রমিকের শোভাযাত্রা। শোষিত শ্রমিকদের জমানো ক্ষোভ আর প্রতিবাদে প্রকম্পিত হয়ে উঠে শহর।
সবার আওয়াজ একটাই ‘আমরা মলিক নামধারী শোষকের হাত থেকে মুক্তি চাই। ন্যায্য অধিকার চাই। কথা বলার স্বাধীনতা চাই।’
সংগঠনের কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান ও সেক্রেটারী এম ইউ বাহাদুরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানবাজার সড়কে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা সেক্রেটারি শহিদুল মোস্তফা চৌধুরী চেয়ারম্যান।
বক্তব্য রাখেন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মামুনুর রশিদ মামুন, সেক্রেটারি শাহাব উদ্দিন, অর্থ সম্পাদক হামিদুল আজম বকুল, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন সভাপতি আবদুল জব্বার, শ্রমিক নেতা কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, আমির আহম্মদ, ফরিদ আলম, আবুল মনছুর, আলম মাসুদ, হোটেল রেস্তরাঁ শ্রমিক নেতা মুহাম্মদ ইসমাইল, কবির আহমদ, রফিকুল ইসলাম রাজু, দিদারুল ইসলাম, আবদুল গফুর হক্কানি, দর্জি শ্রমিকনেতা জসিম উদ্দিন, শহিদুল্লাহ, আবাসিক শ্রমিকনেতা শাহা আলম প্রমূখ।
মিছিল ও সমাবেশ শেষে দুস্থ ও পথিকের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া ২ মে স্বেচ্ছায় রক্তদান, পরের দিন দোয়া মাহফিলসহ ৭দিনের কর্মসূচি রয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের। এসব কর্মসূচিতে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত: