জে, জাহেদ চট্টগ্রাম:
চট্টগ্রামের অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের অন্যতম সংগঠন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক একটি ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন।
তিনি আজ ৩০ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের অন্তর্ভূক্ত চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের ২০১৮-১৯ বর্ষের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন সাংবাদিকরা নিরলসভাবে ও নিঃস্বার্থভাবে কাজ করছেন যা প্রশংসার দাবিদার।
তিনি অনলাইন পোর্টাল রেজিষ্ট্রেশন সহজ ও দ্রুত সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে উপস্থিত পোর্টাল মালিকদের আশ্বস্থ করেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বনপা কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের বর্তমান আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমনুরজামান রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ ছানা উল্যাহ, দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মোঃ সালামত আলী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি লায়ন সৈয়দ এম মোরশেদ হোসেন, বনপা কেন্দ্রীয কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন আবু তাহের, বনপা কেন্দ্রীয কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, বনপা কেন্দ্রীয কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, বনপা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব।
প্রধান অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন সভাপতি গোলাম আকবর চৌধুরী, নির্বাহী সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাহিদকে সংগঠনের শপথ বাক্য পাঠ করান।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নির্বাচন ২০১৮ এর নির্বাচন কমিশনের পক্ষে কার্যনির্বাহি কমিটির বাকী সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও নির্বাচন কমিশনার মোহাম্দ ইয়াকুব।
অভিষেক অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, রুমেন চৌধুরী ও মায়া চৌধুরী।
মধ্যাহ্ন ভোজ শেষে আমন্ত্রিত শিল্পিদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকের দিনব্যাপি অনুষ্ঠিত আজকের অভিষেকের অন্যতম আকর্ষন।
পাঠকের মতামত: