ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আবারো চ্যাম্পিয়ন দিদার বলী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলায় আবারো দিদার বলী চ্যাম্পিয়ন হয়েছে। তার প্রতিপক্ষ মহেশখালীর শফি বলীকে মাত্র ৪ মিনিটে পরাস্ত করে ১০ম বারের মত একক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিদার বলী। ২৮ এপ্রিল কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে অন্তত ১০ হাজার দর্শকের উপস্থিতিতে বিকাল সাড়ে ৫টার দিকে প্রথম চ্যাম্পিয়নশীপে প্রতিদ্ধন্দিতা করে রামু উপজেলার উমখালীর দিদার বলী এবং মহেশখালীর শফি আলম বলী, দর্শকের সব ধারনাকে ভুল প্রমানিত করে দিদার বলী আবারো প্রমান দিল এখনো ফুরিয়ে যায়নি সে। মাত্র ৪ মিনিটে ২ বার প্রতিপক্ষকে পরাস্ত করে শিরোপা জিতে নেয়। এতে দ্বিতীয় চ্যাম্পিয়নশীপে ডুলাহাজারর রমিজ বলীকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী,আর ৩ নং চ্যাম্পিয়নশীপে মহেশখালীর রাসেল ও পিএমখালী ছনখোলার মোস্তাক বলী যুগ্ন চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ চৌধরী,ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত পুরষ্কার বিতরনী সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহাম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, এড. আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ অনুপ বড়–য়া অপু,জেলা আওয়ামীলীগের উপদেস্টা ও ডিএসএ সদস্য শফিকুর রহমান কোম্পানী,পৌর কাউন্সিলার আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। অনুষ্টান পরিচালনা করেন বলী খেলা আয়োজন কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির।

পাঠকের মতামত: