ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জুমবাড়ী হেফজখানার বড় হুজুর হাফেজ নুরুল হুদার মৃত্যু : জানাজায় শোকার্ত মানুষের ঢল

এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

ককসবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী জুমবাড়ী হেফজখানার বড় হুজুর হাফেজ নুরুল হুদা ২৭ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে জালালাবাদের ইদ্রিসপুরে তাঁর নিজবাড়ীতে ইন্তেকাল করেন ( ইন্না…রাজেউন)। একইদিন সকাল এগারটায় জুমবাড়ী জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়। তাঁর এ জানাজায় অসংখ্য কোরআনে হাফেজ শিক্ষার্থী,আত্বীয়-স্বজন ও এলাকাবাসীসহ শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। উল্লেখ্য যে, মরহুম হুজুর সুদীর্ঘ ২৮ বছর ধরে জালালাবাদ লরাবাগ হেফজখানার পরিচালক হিসেবে সুনাম,দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি পুরান হুজুর নামে বেশ পরিচিতি লাভ করে। মৃত্যুর পূর্বে তিনি জুমবাড়ী হেফজখানার বড় হুজুরের দায়িত্ব পালন করেছিলেন। এমনকি প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীদের মাঝে চাপাকান্না বিরাজ করতে দেখা যায়। এদিকে হুজুরের মৃত্যুতে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনাসহ গভীরভাবে শোক প্রকাশ করেন – ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,জুমবাড়ী জামে মসজিদের সাধারন সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, জুমবাড়ী হেফজখানার শিক্ষক হাফেজ নুরুল হকসহ আরো অনেকে।

পাঠকের মতামত: