ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আধুনিকমানের আদালত নির্মাণ কাজ আগামী মাসে শুরু হচ্ছে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া-পেকুয়া উপজেলার হাজারো বিচারপ্রার্থী জনগনের জন্য সেবার দরজা একেবারে ঘরের কাছে নিশ্চিত করতে সরকার প্রধান শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক চকরিয়া উপজেলার বর্তমান আদালত প্রাঙ্গনে তিনতলা বিশিষ্ট আধুনিকমানের নতুন আদালত ভবন নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী মাসে। ইতোমধ্যে ৩০ লাখ টাকা বরাদ্ধে একটি অস্থায়ী আদালত ভবন নির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। পুরাতন আদালত ভবন ভেঙ্গে অস্থায়ী ভবনে চলবে আদালতের বিচার কার্যক্রম। এরপর শুরু হবে তিনতলা বিশিষ্ট আধুনিক মানের নতুন আদালত ভবনের নির্মাণ কাজ। আইন মন্ত্রানালয়ের অর্থায়নে তিনতলা বিশিষ্ট আদালত ভবনের নির্মাণ সংক্রান্ত প্রক্রিয়া চলছে। এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী। অপরদিকে সোমবার দুপুরে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মো.কামাল হোসেন চকরিয়ায় নির্মিতব্য নতুন আদালত ভবনের জায়গা পরিদর্শন করেছেন। ওইসময় জেলা প্রশাসককে আদালত ভবনের জায়গা দেখিয়ে চকরিয়া-পেকুয়া উপজেলার হাজারো বিচারপ্রার্থী জনগনের সমস্যার কথা তুলে ধরেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

জেলা প্রশাসক আদালত ভবন নির্মাণের জায়গা পরিদর্শনকালে ওইসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সহকারি কমিশনার খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাত, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমআর মাহমুদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিমবড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মো.বশিরুল আলম, চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ছরওয়ার, স্থানীয় পৌর কাউন্সিলর জিয়াবুল হক ও আইনজীবি সমিতির সকলস্তরের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: