ঢাকা,মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চকরিয়ার প্রখ্যাত আলেমদ্বীন আব্দুস সোবহান (রাহঃ)’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

চকরিয়া নিউজ ডেস্ক ::

চকরিয়ার প্রখ্যাত আলেমদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুস সোবহান (রাহঃ) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল।  ২০১৭ সালের এই দিনে চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ানস্থ মরহুম মাওলানা আব্দুস সোবহান (রাহঃ) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে সকাল ৮:০০ঘটিকায় পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিন, দুপুর ২:০০ ঘটিকায় মিসকিন ও এতিমদের জন্য খাবার আপ্যায়ন, সন্ধ্য ৭:০০ ঘটিকায় মরহুমের ইছালে ছওয়াবের জন্য পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিল। এতে দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, মরহুম মাওলানা জীবদ্দশায় চকরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, নামার চিরিংগা পুরাতন জামে মসজিদের খতিব, মাষ্টার পাড়া জামে মসজিদের প্রতিষ্টাতা খতিব, কাকারা তাজুল উলুম মাদ্রাসার শিক্ষক, কাকারা শাহ উমর (রাঃ) মাজার জামে মসজিদের খতিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ প্রাখমিক শিক্ষক সমিতি চকরিয়া শাখার সহ সভাপতির দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া তিনি আমৃত্যু দ্বীনের একজন দ্বায়ি হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত: