ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে নেজামে ইসলাম নেতা মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. স্মরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারে অনুষ্ঠিত হলো জেলা নেজামে ইসলাম পাটির সহ-সভাপতি মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর স্মরণ সভা ও দু’আ মাহফিল। ১৯ এপ্রিল ( বৃহস্পতিবার) বিকাল ৪টায় কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টি এ আয়োজন করে। কক্সবাজার শহরের হোটেল পালংকির রজনী রেস্তোরায় আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, কক্সবাজারে ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনের সাথে সাথে বাতিল অপশক্তির মোকাবিলায় যাঁরা সাহসিকতা ও একনিষ্ঠতার পরিচয় দিয়েছেন মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. তাঁদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভাধর এই দুই বরেণ্য আলেমেদ্বীন আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সাথে আজীবন সম্পৃক্ত ছিলেন। ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও রাজারকুল আসমা ছিদ্দিকা র. বালিকা মাদরাসার পরিচালক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. মসজিদ -মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার মহান খেদমতে আমৃত্যু একনিষ্ঠতার সাথে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের ঈমানী চেতনা, বলিষ্ঠ সাহস, কর্মদক্ষতা, মানবিক গুণাবলী, সামাজিক শিষ্টাচারিতা, আমাদের প্রেরণা।

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। এতে মরহুমদ্বয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মুহাদ্দিস মাওলানা মুফতি আবদুল হক, জেলা নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, রামু উম্মাহাতুল মুমিনিন বালিকা মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রাজ্জাক, রাজারকুল আসমা ছি্িদ্দকা মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা জায়নুল আবেদীন, জেলা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, নেজামে ইসলাম নেতা মাওলানা হুমায়ুন কবির, মাওলানা সাইফুল ইসলাম সাইফি, কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, তরুণ লেখক খলিল উল্লাহ ফোরকান আমেল প্রমুখ।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান শামশুল হক শারেক, খুরুশকুল তালিমুদ্দিন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, লিংক রোড মাশরাফিয়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ক্বারী রুহুল কাদের, শিক্ষা পরিচালক মাওলানা শামশুল আলম, তরুণ আলেম এড. রিদুয়ানুল কাবির, শহর নেজামে ইসলাম নেতা হাফেজ আজিজুল হক, মাওলানা জুনাইদ, তরুণ লেখক হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে উভয় মরহুমের রুহের মাগফিরাত ও দরজাত বুলুন্দি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল্লাহ হাসান।

সভায় মরহুমদ্বয়ের অনুরাগী, শুভানুধ্যায়ী, বন্ধু ও আপনজন, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

পাঠকের মতামত: