ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মাতামুহুরীতে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র

চকরিয়া নিউজ ডেস্ক ::

নবায়ন যোগ্য জ্বালানির ওপর জোর দেয়ার অংশ হিসেবে দেশে আরেকটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আর ৭৫ মেগাওয়াট সম্পন্ন এ জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে মাতামুহুরীতে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির অন্যতম একটি উৎস হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কাপ্তাই এলাকায়। বর্তমানে এ জলবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এটার পাশাপাশি আরেকটি বড় ধরণের জলবিদ্যুৎ কেন্দ্র মাতামুহুরী নদীতে নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাপিডিয়ার মতে, এ নদীর দৈর্ঘ্য ২৮৭ কি.মি.। নদীটি সংলগ্ন প্রধান উপজেলা হচ্ছে চকরিয়া। সাধারণত বিদুৎ চাহিদা মেটাতে সরকার পরিবেশ দূষণমুক্ত এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

পাঠকের মতামত: