ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারে দুইদিনের অনুষ্ঠানমালা শুরু

প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলা বর্ষ ১৪২৪ বিদায় ও নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ বরণ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা দুইদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল ১৩ এপ্রিল বিকাল ৫টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে চৈত্র সংক্রান্তির নানা অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অংকুর খেলাঘর আসর, বেলাভুমি খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর, শ্র“তি আবৃত্তি অঙ্গন, উদীচী নৃত্য বিভাগ, সংগীত ভবন, কক্সবাজার শিল্পী গোষ্ঠী, হেমন্তিকা ও গানের দল গানবাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত কথামালায় অংশ নেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ আহসান উদ্দিন, মেজিস্ট্রেট খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এড. তাপস রক্ষিত।

আজ বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ বরণ উপলক্ষে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে নানা কর্মসূচি রয়েছে। ভোরে প্রভাত সঙ্গীত, বর্ণাঢ্য শোভযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হবে।

পাঠকের মতামত: