ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় সামাজিক বনায়নের উপকারভোগী নারী-পুরুষের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

 

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের অধীন নলবিলা বনবিটের ২০০৫-০৬ সালের সামাজিক বনায়নের উপকারভোগী নারী-পুরুষের হাতে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। গতকাল ১২ এপ্রিল বিকালে মালুমঘাটস্থ ফাসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন।

ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সাইট অফিসার মো.আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারি বনসংরক্ষক (এসিএফ) ফুলছড়ি মো.বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফাসিয়াখালী সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলবিলা বনবিট কর্মকর্তা আকরাম আলী, ফাসিয়াখালী বনবিট কর্মকর্তা মো.এনামুল হক, উপকারভোগী বনায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন, উপকারভোগী মাওলানা আবদুল মান্নান, মুবিনুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মনছুর আলম, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী, বনবিভাগের বিভিন্ন বনবিট কর্মকর্তা, উপকারভোগী নারী-পুরুষ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাসিয়াখালী রেঞ্জের নলবিলা বনবিটের ২০০৫-০৬ সালের সামাজিক বনায়নের আওতায় (কৃষি বনায়নের) ১০বছর মেয়াদ শেষে উপকারভোগী ৪০জন নারী-পুরুষের হাতে ২৯ লাখ ১৭ হাজার ১১৭ টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

পাঠকের মতামত: