ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সরকারি হলো রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়

চকরিয়া নিউজ ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজারের রামু উপজেলার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। বুধবার (১১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, ফুলগাজী উপজেলার ফুলগাজী পাইলট হাই স্কুল ও দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল হাই স্কুল, রাঙামাটি জেলার বিলাউছড়ি উপজেলার পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর জেলার মতলব উপজেলার চেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় ও জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব জে বি পাইলট উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যালয় ও জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয় ও জেলার কমলকান্দা উপজেলার কমলকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার হাতিবান্ধা এসএস মডেল হাই স্কুল, বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার নন্দিগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বেনাই তেঘুরী মাধ্যমিক বিদ্যালয়, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় ও জেলার মাটিরাঙা উপজেলার মাটিরাঙা মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামে জেলার রাজিবডুরের রজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার জেলার রামুর রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়।

এরআগে ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা-উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই, সেসব জেলা-উপজেলায় প্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী এসব বিদ্যালয়কে সরকারি করার আদেশ জারি করা হলো।

পাঠকের মতামত: