ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চিরিংগা হাইওয়ে পুলিশ ৩৯হাজার ইয়াবা উদ্ধার: মোটরসাইকেল জব্ধ

এম.মনছুর আলম, চকরিয়া :

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টীম পরিত্যক্তবস্থায় ৩৯হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার(৭এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজার মহাসড়কের উপজেলার চকরিয়ায় ইসলামনগরস্থ কলোনীর রাস্তার মাথার সামনে থেকে চিরিংগা হাইওয়ে পুলিশের এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এ নিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে অজ্ঞাতানামা দেখিয়ে সংশ্লিষ্ট মাদক আইনে থানায় মামলা দায়ের করেছে।

চকরিয়ায় মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের (এস আই) নাছির আহমদের কাছ জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিংগা হাইওয়ে পুলিশ নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার দায়িত্ব পালন করেছিল পুলিশের একটি টিম।দায়িত্বপালন কালে কক্সবাজার মহাসড়কের ইসলাম নগরস্থ কলোনীর রাস্তার মাথার সামনে সকাল পৌনে ৭টার দিকে সাদা রংয়ের একটি ফেজার(কক্সবাজার ল-১১-২৮৮২)মোটর সাইকেল পরিত্যক্তবস্থায় দেখে পুলিশের টীম গাড়ীটি জব্ধ করে।এসময় মোটর সাইকেলে সিটে বাঁধাবস্থায় এডিডাস নামের কালো ও লাল রংয়ের দুটি ব্যাগ পাওয়া যায়। পুলিশ ব্যাগ গুলো তল্লাসী করে ৩৯হাজার ইয়াবা উদ্ধার করেন।তিনি আরো বলেন,হাইওয়ে পুলিশের মহাসড়কে টহলবস্থা দেখতে পেয়ে ইয়াবা পাচারকারী দ্রুত রাস্তার ধারে গাড়ীও ব্যাগ গুলি ফেলে রেখে আত্মগোপন চলে যান। ইয়াবা পাচারকাজে ব্যবহ্নত গাড়ীটি জব্ধ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে এবং পুলিশ ফাঁড়ির এটিএস আই কাঞ্চন সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামী দেখিয়ে সংশ্লিষ্ট মাদক আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: