ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আওয়ামী লীগের আমলে মাদরাসার শিক্ষার্থীরা সরকারের নানা সেক্টরে চাকুরীর সুযোগ পাচ্ছে -চকরিয়ায় ফাতেমা (রা) বালিকা মাদরাসায় বিদায় অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল সরকার দেশের সার্বিক সেক্টরে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি শিক্ষাখাতকে ঢেলে সাজাতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের আসার পর থেকে তিনি লেখাপড়ার মান্নোনয়ন নিশ্চিত করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে কীভাবে তৈরী করা যায় সেইজন্য গুরুত্বের সাথে কাজ করছেন। যাতে বাংলাদেশকে সরকারের ভিশন অনুযায়ী আগামী ২০৪১ সালের মধ্যে নিরক্ষতার অভিশাপমুক্ত করা সম্ভব হয়। তিনি বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে একটি রাজনৈতিক অপশক্তি স্বাধীনতার পর থেকে ধর্মের অপব্যখা দিয়ে জনমনে নানা বিভ্রান্তি সৃষ্টি করেছে। যাতে আওয়ামীলীগের জনপ্রিয়তা ও ভোট ব্যাংক ক্ষতি হয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাদের সেই মনোবাসনা চিরতরে বন্ধ করে দিয়েছেন। যেমনটি তিনি করেছেন দেশের দ্বীনি শিক্ষার অগ্রউন্নয়নের মাধ্যমে। এখন আওয়ামীলীগ সরকারের আমলে বিশ^বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরা প্রশাসনের নানা সেক্টরে ভালমানের চাকুরীতে সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে সরকার পরীক্ষার মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ চালু করেছেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, এখন রাজনৈতিক ওই অপশক্তি কী বলবেন। আওয়ামীলীগ কী ধর্ম নিয়ে ব্যবসা করেনা। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিশ^াসী সংগঠন হিসেবে বিশ^দরবারে আওয়ামীলীগের সুনাম ও ঐতিহ্য আছে। সেই ধারা জননেত্রী শেখ হাসিনা সফল ও বিচক্ষন নেতৃত্বের মাধ্যমে অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে। শনিবার (৩১ মার্চ) দুপুরে তিনি চকরিয়া উপজেলার বেতুয়াবাজারস্থ হযরত ফাতেমা (রা) বালিকা মাদরাসায় আলীম পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদরাসা কমিটির সভাপতি ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আজিজুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, কক্সবাজার জেলার সাবেক শিক্ষা অফিসার আবদুল লতিফ, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল ইসলাম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা কবির হোসেন। অনুষ্ঠানে মাদরাসা কমিটির সকল সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলীম পরীক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হয়। পরে সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান। ##

পাঠকের মতামত: