ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত মহিষসহ দুই চোর আটক

এম.মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডুলাহাজারা ইউনিয়ন থেকে চোরাইকৃত মহিষসহ দুই চোরকে পার্শ্ববর্তী মহেশখালী উপজেলা থেকে আটক করা হয়েছে।শুক্রবার(৩০মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহেশখালী তেলিপাড়া এলাকায় চকরিয়া থানার ওসি নির্দেশনায় থানার উপপরিদর্শক(এসআই) আবদুল খালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ধৃত চোরদের আটক করে।পুলিশ এ সময় চুরি হওয়া মহিষ উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে।ধৃত আটকরা হলেন,চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার শাহ আলমের পুত্র সাইফুল ইসলাম (৩০) ও মহেশখালী উপজেলার তেলিপাড়া এলাকার হাবিব উল্লাহ পুত্র আলাউদ্দিন (২৫)।

অভিযানে যাওয়া চকরিয়া থানার উপপরিদর্শক(এসআই)আবদুল খালেক বলেন,গত ২৮ মার্চ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মৎস্য ঘেরের চর এলাকা থেকে দুটি মহিষ চুরি হয়ে যায়।ওই মহিষ চুরির ঘটনায় ভুক্তভোগী মহিষের মালিক আদালতে নালিশী মামলা করলে আদালত ওই অভিযোগটি আমলে নিয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।এরই প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।শুক্রবার বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া মহিষের সন্ধান পেয়ে পার্শ্ববর্তী মহেশখালী উপজেলার তেলিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানকালে চুরি হওয়া দুটি মহিষসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।এ ঘটনায় মহিষের মালিক পেকুয়া করিয়ারদ্বিয়া এলাকার শামসুল আলমের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন,পুলিশ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে চকরিয়া থেকে চুরি হওয়া মহিষসহ দুই চোরকে মহেশখালী উপজেলা থেকে আটক করতে সক্ষম হয়েছে।আটক চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়ছে।শনিবার দুপুরে ধৃত আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।##

পাঠকের মতামত: