ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জামিন পেলেন চকরিয়ার সেই ছৈয়দ আলম

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::

বিদ্যুৎ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মিথ্যা মামলায় অবশেষে জামিন পেলেন ছৈয়দ আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ আদালত (দক্ষিণ) চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত বুধবার আগ্রাবাদে দুদকের গণশুনানিতে অংশ নিয়েছিলেন ছৈয়দ আলমের ছেলে মনছুর আলম মিন্টু। হয়রানির কথা বলতে গিয়ে মিন্টু কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, টাকা দেওয়ার এক বছর পরও বিদ্যুতের সংযোগ পাননি তারা। উল্টো কর্মকর্তাদের হয়রানির শিকার হয়ে জেলে যেতে হয়েছে তার বাবাকে। মিন্টু বলেন, এক বছর আগে দুটি মিটার সংযোগের জন্য চকরিয়া বিদ্যুৎ কার্যালয়ের এক কর্মকর্তার নামে ব্যাংকে ১ লাখ ৬০ হাজার টাকা জমা দেন ছৈয়দ আলম। কিন্তু এখন পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। কেন সংযোগ দেওয়া হচ্ছে না, তা জানতে ৭ মার্চ তিনি স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে যান। তখন তাকে অপমান করেন তিন কর্মকর্তা। এ ঘটনায় ছৈয়দ আলম টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মকর্তারা পাল্টা ছৈয়দ আলম ও তার ছেলের বিরুদ্ধে তাদের ফাসানোর জন্যে একটি মিত্যা কাউন্টার মামলা  করেন। এ মামলায় ২৫ মার্চ থেকে কারাগারে ছিলেন ছৈয়দ আলম।

পাঠকের মতামত: