ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মেধাবী শিক্ষার্থী ক্যান্সার রোগী শরিফকে বাঁচাতে সাহায্যের আবেদন

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

দারিদ্রতার মধ্য দিয়ে বেড়ে ওঠে মেধাবী ছাত্র মো: শরীফুল আলম । তার পিতা হোসেন আহমেদ সামান্য বেতনে একটি মাদ্রাসায় দপ্তরীর কাজ করে। পিতার ঘাম জড়ানো সর্বোচ্চ কষ্টের মধ্য দিয়ে তাকে লেখাপড়া করায়,এবং চান্স পাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সে ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃদ্ধ পিতার সংসারের খরচ বহন করার কাজ যখনি নিজ হাতে গ্রহণ করবে,তখনই ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। তার পিতা মাতার লালিত স্বপ্ন অচিরেই ধ্বংস হয়ে যাবে? তারপরেও তার পিতা মাতা তাদের আদরের সন্তানের জন্য দেনার মাধ্যমে দুই বার অপারেশন কাজ করতে পেরেছে। কিন্তু ডাক্তার জানিয়েছে, তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য আরো ১০ লক্ষ টাকার প্রযোজন। আমরা কি চাইলে পারি না, একজন পিতাকে তার ছেলেকে ফিরিয়ে দিতে? আমরা কি পারি না, একজন মায়ের মুখে হাসি ফোটাতে? দেশকে এক মেধাবী ছাত্র উপহার দিতে? আপনার আমার সামান্য সহযোগিতায় যদি নিভে যাওয়া একটি প্রাণ আবারো এই পৃথিবীতে বাঁচার সুযোগ পায় তাহলে আপনি আমি এই পৃথিবীর সর্বশেষ্ট মানুৃষ। আসুন নিভে যাওয়া শরীফকে বাঁচাতে  সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ক্যান্সার রোগী শরিফ হচ্ছে, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সেচ্চাসেবী সংগঠন ইউনিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের ছোট ভাই।

                  সাহায্য পাঠাতে
সঞ্চয়ী হিসাব নং-৭৬৩৯ ইসলামী ব্যাংক,        ঈদগাহ্ শাখা,হিসাব পরিচালনাকারী মো:ইবরাহীম,সম্পর্কে বড় ভাই
বিকাশ নং( পারসনাল)০১৮১৮-১৫৫০২২।

পাঠকের মতামত: