ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

“নিম্ন আয়ের” দেশ থেকে “নিম্ন মধ্য আয়ের” দেশে উত্তরণে কক্সবাজারে আনন্দ র‌্যালি

কক্সবাজার প্রতিনিধি ::

“নিম্ন আয়ের” দেশ থেকে “নিম্ন মধ্য আয়ের” দেশে উত্তরণ উদ্্যাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপি নানা কর্মসূচী। কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বের করা হয় বণার্ঢ্য আনন্দ র‌্যালি। র‌্যালিতে আকর্ষণীয় ছিল বড় আকারের জাতীয় পতাকা, সজ্জিত ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বিভিন্ন ফেস্টুন। র‌্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। আলোচনা সভায় বক্তারা বলেন-বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি, রেমিট্যান্স, খাদ্যনিরাপত্তা ও এমডিজির সামাজিক সূচকে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই চলমান উন্নয়নের ধরাবাহিকতায় ২০২১ সালে বাংলাদেশে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গত অর্থবছরে (২০১৬-১৭) মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। কমেছে মাতৃ-শিশুমৃত্যুর হার। ২৫ বছরে বৈশ্বিকভাবে মাতৃমৃত্যুর হার ৪৪ শতাংশ কমলেও বাংলাদেশে তা কমেছে প্রায় ৭০ শতাংশ। সরকার দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পগুলো হচ্ছে পদ্মা বহুমুখী সেতু, পদ্মা রেলসেতু সংযোগ, দক্ষিণ এশিয়ায় আন্ত:দেশীয় রেল যোগাযোগ স্থাপন, দোহাজারি-রামু-কক্সবাজার গুনদুম রেলপথ, মেট্রোরেল, পায়রা সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র, মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, মহেশখালী এলএনজি টার্মিনাল। এগুলো ছাড়া কক্সবাজারকে ঘিরে নেয়া হয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প,আন্তর্জাতিক বিমান বন্দর, মেরিন ড্রাইভ, উদ্বাস্তু খুরুস্কুল আশ্রয়ণপ্রকল্প আরো ২৫ মেগা উন্নয়ন প্রকল্প। যেগুলো বাস্তবায়নের কাজ দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে থেকেও অধিক জ্ঞান অর্জন করতে হবে। বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহম্মদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল। আলোচনা সভায় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: