ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় জামিন পেলেন শেখ এইচ এম আহসান উল্লাহ -চকরিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ

কক্সবাজার জেলা সংবাদদাতা: হাফেজ মাওলানা শেখ এইচ এম আহসান উল্লাহ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় এক মাস ৬দিন জেল খেটে গত ১২ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জর্জ আদালত থেকে জামিনে বেরিয়ে গতকাল ১৯মার্চ চকরিয়া একটি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তার কারাভোগের নির্মম কাহিনী বর্ণনা করেছেন স্থানীয় সংবাদিকদের কাছে। শেখ এইচ এম আহসান উল্লাহ তার লিখিত বক্তব্যে জানান, গত ৪ ফেব্রুয়ারী চকরিয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান ও দারোগা এনামুল হক তাকে মোবাইল করে থানায় আসার জন্য বলেন। তিনি সরল বিশ্বাসে তার নিজস্ব গাড়ি নিয়ে থানায় যান। পরে পুলিশ রহস্যজনক কারণে ইয়াবা সংক্রান্ত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ জুড়িমিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠালে আদালত তার জামিন না মন্জুর করে কারাগারে পাঠান। তিনি আরোও জানান, সে একজন হাফেজে কোরআন ও দাওরায়ে হাদিস পড়–য়া একজন আলেম। ইয়াবা কি জিনিস তা পত্রপত্রিকায় দেখেছে কিন্তু বাস্তব জীবনে কোন দিন দেখেনি। কিন্তু চকরিয়া থানা পুলিশ কে তাকে এ ধরনের একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠালেন তা তার বিশ^াস হচ্ছে না। হাফেজ মাওলানা শেখ এইচ এম আহসান উল্লাহ, পিতা: হাজি গোলাম সোবহান, মহেশখালী পাড়া(ধরিয়াছড়ি) ৪নং ওয়ার্ড, ফাইতং ইউনিয়নের লামা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটিয়ে এলাকায় এসে ফাইতং এলাকায় দিলোয়ার উলুম হেফজ খানা ও এতিমখানা প্রতিষ্টা করেন। ওই এলাকার ধইল্ল্যাহছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। গত ইউপি নির্বাচনে ফাইতং ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকার কিছু কুচক্রিমহল তাকে বিভিন্ন সময় মিথ্যা মামলায় আটকানোর জন্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী মিথ্যা মামলায় গ্রেফতার করে একমাস ৬দিন কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সাংবাদ কর্মীদের কাছে তার কারাভোগের কাহিনী বর্ণনা করেছেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ¦ মাষ্টার রুহুল আমিন, মাষ্টার ছরওয়ার আলম, মো: রবিউল ইসলাম, আফজাল হোসেন জয়, ফাইতং এমইউপি ছরওয়ার আলম, সাদ্দাম হোসেন শাহিন ও জাহেদুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত: