ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের বনাঢ্য আনন্দ শোভাযাত্রা সম্পন্ন

Exif_JPEG_420
Exif_JPEG_420

এম আবুহেনা সাগর, ঈদগাঁও :

জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের   পুনর্মিলন উৎসবের বনাঢ্য আনন্দ শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। ১০ মার্চ সকাল এগারটার দিকে বিদ্যালয়ের মাঠ হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে  ঈদগাঁও বাসষ্টেশনসহ পুরো বাজার প্রদক্ষিণ করে আবারো স্কুল মাঠে প্রবেশ করে এ শোভা যাত্রাটি। এতে বিভিন্ন ব্যাচের প্রায় দেড় সহশ্রাধিক প্রাক্তন শিক্ষার্থীরা স্ব স্ব ব্যানার নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন – পূর্নমিলন উৎসব কমিটির আহবায়ক ও ককসবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকার আহমদ, ককসবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, উৎসব কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক ফিরোজ আহমদ,শওকত আলম,প্রাক্তন শিক্ষার্থী এম মমতাজুল ইসলামসহ বিভিন্ন উপকমিটির প্রধানগন এবং দুরদুরান্তে ছড়িয়ে ছিড়িয়ে থাকা শিক্ষার্থীরা। বনাঢ্য শোভাযাত্রা চলাকালীন সময়ে বাজারের ব্যবসায়ীসহ সাধারন লোকজন করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। এ পূর্ণমিলন উৎসবকে ঘিরে সপ্তাহধরে স্কুল ভবন আলোক সজ্জায় সেজেছে। ঈদগাঁও বাসষ্টেশনে তোরণ নির্মাণ ও বিদ্যালয় গেইটে আলপনায় দেয়াল সজ্জিত হয়ে এ উৎসব আরো একধাপ এগিয়ে গেছে। দীর্ঘবছর হলেও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

পাঠকের মতামত: