ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

লামার ইয়াংছায় ২৮০ পিচ ইয়াবাসহ এক মহিলা আটক

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

বৃহস্পতিবার রাতে ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ২৮০ পিচ ইয়াবাসহ হামিদা বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারকারি এ নারীকে আটক করা হয় বলে জানান আলীকদম জোনের জোন এনসিও আব্দুস সাত্তার।

জানা গেছে, বৃহস্পতিবার আটক হওয়া হামিদা বেগম টেকনাফ থেকে ২৮০ পিচ ইয়াবা নিয়ে লামা উপজেলায় আসছিলেন। তিনি টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছলিমের স্ত্রী। বৃহস্পতিবার রাতে একটি ভাড়া করা মোটর সাইকেলে করে তিনি ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প এলাকা পার হওয়ার সময় সেনা সদস্যরা ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। সম্প্রতি ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা আরেক অভিযানে ইয়াবাসহ ২ জনকে আটক করেছিল।

পাঠকের মতামত: