ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ার মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল

IFচকরিয়া প্রতিনিধি :
চকরিয়ার মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ১০ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি বায়তুশ শরফের পীর ছাহেব, আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও ইসলামী ব্যাংক শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ) বলেছেন, ইহকাল ও পরকালের মুক্তির জন্য পীর আউলিয়াদের দেখানো ইসলামের সহজ সরল পথ অনুসরণ করতে হবে। দুনিয়ার লোভে পড়ে পরকালীন জিন্দেগীকে ভূলে গেলে চলবেনা। যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে, পরকালে তাদের আর কোন ভয় নাই। যুগে যুগে যারা ওলি আল্লাহ’র সাথে এবং ইসলামের সাথে বেয়াদবী করেছে তাদের কি পরিণতি হয়েছে তা জাতী দেখেছে। তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের মহা আজাব আর মো’মিনদের জন্য রয়েছে মহান পুরস্কার বেহেস্ত। তিনি বলেন, যারা আল্লাহ’র পবিত্র মসজিদে সহায়তা করে, এতিমদের সহায়তা করে, দরিদ্র জনগোষ্টীর সাহায্যে করে তারাও আল্লাহর কাছে সম্মানীত বান্ধা হিসেবে বিবেচিত হবে। তাই মানুষদেরকে পীর আওলিয়াদের হাত ধরে তাওবা পড়ার মাধ্যমে নিজেদের জীবনকে পরিবর্তন করার আহবান জানান।

চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলালের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবীদ সাহিত্যিক গবেষক ও বহুভাষাবীদ অধ্যক্ষ মাওলানা মীর ছিদ্দিক আহমদ ফারুকী বাশখালী চট্টগ্রাম, মাওলানা নুরুল আলম ফারুকী সাতকানীয়া, আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দিন বায়তুশ শরফ চট্টগ্রাম, মাওলানা নুরুল হুদা বায়তুশ শরফ লোহাগাড়া ও মাওলানা হাফেজ বশির আহমদ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, বায়তুশ শরফ কমপ্লেক্স কক্সবাজারের মহাপরিচালক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও চক্ষু হাসপাতাল পরিচালক বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, পৌরসভার মেয়র প্রার্থী ওয়ালিদ মিলটন, সাহারবিল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাকিম, বিশিষ্ট রাজনীতিবীদ মো: মহসিন বাবুল, চকরিয়া বারের সাবেক সভাপতি এডভোকেট মো: ইলিয়াছ আরিফ, বায়তুশ শরফ কমপ্লেক্সের সম্পাদক আলহাজ্ব নুর আহমদ, সহসভাপতি ছালেহ আহমদ কোম্পানী, সহসভাপতি আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকোষাধ্যক্ষ আলহাজ্ব ওসমান গণি, মো:মফিজুর রহমান, আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বায়তুশ শরফের হাজার হাজার শুভাকাংখি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: