ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চকরিয়া সাহারবিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোজাহের আহমদ এর জানাযায় মানুষের ঢল

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আলহাজ মাওলানা মোজাহের আহমদ (৭৮) দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৪টায় শাহারবিলের মাইজঘোনা উত্তরপাড়া গ্রামের নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৭ছেলে, ৩মেয়ে, শিক্ষক বন্ধু ও অগণিত ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার ২৪ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় মাইজঘোনা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ছেলে মাওলানা সরওয়ার আলমের ইমামতিতে মরহুমের বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

নামাজের আগে জানাযা মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি মোহাম্মদ ইলিয়াছ, সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, মুহাদ্দিস আলহাজ মাওলানা মকছুদ আহমদ, মাদরাসার বর্তমান অধ্যক্ষ ও ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, রাজাখালী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুকী, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর হামজা।

অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশ নেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলী ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, মাওলানা আ.ক.ম ছাদেক, মাওলানা কফিল উদ্দিন এম.এ, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ মহসিন বাবুল, সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল হাকিম, অধ্যক্ষ মাওলানা নূরুদ্দোজা ডুলাহাজারা মারুফিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান আজাদ, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম,  বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, বদরখালী এম.এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশর, সাহারবিল মাদরাসার প্রাক্তন ছাত্র চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়াত উল্লাহ, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা এম. আবদুল মান্নান এম.এ, মাস্টার হেলাল উদ্দিন, মাওলানা সরওয়ার আলম ও সাইফুল্লাহ নূরী। এছাড়াও বিশাল নামাযে জানাযায় উপস্থিত ছিলেন মরহুমের অসংখ্য ছাত্র, শুভাকাংখি ও সর্বস্তরের জনসাধারণ।#

পাঠকের মতামত: