ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়া হারবাং বাজারে দুটি ব্রীজ নির্মাণে দূর্নীতি বন্ধ করে দ্রুত সময়ে কাজ শেষ কারার দাবীতে এলাকাবাসীর মানবন্ধন

আবদুল করিম বিটু, চকরিয়া : 
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাজারের উপর নির্মানাধীন দুটি ব্রীজের নির্মাণকাজ বন্ধ রাখায় দুভোগে পড়েছে স্থানীয় জনগন। ব্রীজ নির্মিত কাজে অনিয়ম বন্ধ করে ও দ্রুত সময়ে পূণরায় নির্মাণ কাজ শুরুর দাবীতে স্থানীয় এলাকাবাসী  ২৩ ফেব্রুয়ারী বিকাল ৪টায় হারবাং বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোজাম্মেল হক।

হারবাং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রফিকুল হাসান বুলবুল, জাহেদ হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দারুচ্ছালাম মো: রফিক, সাবেক মেম্বার শামসুল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা নাঈম উদ্দিন আহমদ বাবু, মঈন উদ্দিন, সমাজসেবক সাহাব উদ্দিন, ছাত্রনেতা মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন,আনছারুল হক, মাইমুন উদ্দিন, মুজিবুর রহমান বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আল ফয়সালুর রহমান, আজিম উদ্দিন আহমদ, জমির উদ্দিন, মাহবুবুল আলম, খোরশেদ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) আওতাধীন হারবাং বাজারের নির্মাণাধীন ২টি ব্রীজ টেন্ডার পেয়েছেন ডুলাহাজারার ঠিকাদার আসলাম চৌধুরী। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও বিগত প্রায় ২ বছরেও নির্মাণ কাজ সম্পন্ন না করায় ইউনিয়নবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই স্থানীয়রা নির্মাণকাজে দূর্নীতি বন্ধ করে দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সভা ও মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচীও হাতে নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: