ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বদরখালী সমিতিতে নিলামের আড়াই লাখ টাকার পেঅর্ডার ফিরিয়ে দেয়ার অভিযোগ!

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনেবিশ সমিতির প্রকল্প ইজারায় অংশ নিতে আড়াই লাখ টাকার পেঅর্ডার দেয়া হলেও তা ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। রেজাউল করিম বাদল নামের সমিতির সভ্য গতকাল স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ ধরণের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সমিতির মালিকানাধীন ১নং ব্লক লবণ মাঠ চিংড়ি প্রকল্পটি ইজারা নিতে তিনি রোববার সকালে আড়াই লাখ টাকার পেঅর্ডার নিয়ে সমিতি অফিসে যান। ওইসময় তিনি পেঅডারটি জমা দিতে চাইলেও সমিতির সংশ্লিষ্টরা গ্রহন করেনি। ফলে তিনি বাধ্য হয়ে গতকাল দুপুরে চকরিয়া থানা সেন্টারস্থ পোষ্ট অফিসে গিয়ে সরকারি ডাকযোগে পেঅর্ডারটি সমিতিতে প্রেরণ করেছেন।

সমিতির সভ্য বদরখালী ইউনিয়নের ১নম্বর ব্লকের মৃত সামসুল আলমের ছেলে রেজাউল করিম বাদল জানান, ইতোমধ্যে তিনি মালিকানাধীন ১নং ব্লক লবণ মাঠ চিংড়ি প্রকল্পটি ইজারা নিতে স্থানীয় বাসিন্দা মৃত আবদুস ছাত্তারের ছেলে সমিতির সভ্য আকবর আহমদের প্রতিনিধি হিসেবে বিগত নিলাম গুলোতে অংশ নেন। কিন্তু আকবর আহমদ চাকুরীর সুবাদে চট্টগ্রামে থাকার কারনে উপস্থিত থাকতে পারছেনা। এ অবস্থার কারনে তিনি নিজে প্রকল্পটি ইজারা নিতে সর্বশেষ ১৮ ফেব্রুয়ারী সমিতির অফিসে আড়াই লাখ টাকার পেঅর্ডার জমা দিতে যান। রেজাউল করিম বাদলের অভিযোগ, প্রকল্পটি ইজারা দিতে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়ার জন্য পরিকল্পিতভাবে সমিতির সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্টরা কৌশলে তাঁর পেঅর্ডারটি গ্রহন না করে ফিরিয়ে দিয়েছেন। #

পাঠকের মতামত: