ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী শুরু

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং নি:শর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনুষ্টানিক ভাবে শুরু করেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপি।  শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌরসভা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।

উক্ত গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম,চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এম মোবারক আলী, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক এম আবদুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য মো:গিয়াস উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক নুরুল আমিন কমিশনার, সাংগঠনিক সম্পাদক মো:নুরুল আলম, অর্থ সম্পাদক ফারুক রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ে চকরিয়া বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় চকরিয়া পৌরসভা বিএনপি পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ড ও সাংগঠনিক ওয়ার্ডে এ গণস্বাক্ষর অভিযান শুরু করেছে।  প্রত্যেক ওয়ার্ডে দলীয় সিদ্ধান্তের আলোকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচী অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

পাঠকের মতামত: