ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নদীর টানে নদীর বাঁকে, বাঁকখালী ভ্রমণে নদী পরিব্রাজক দল

ডিডডডবার্তা পারিবেশক ::

অসংখ্য বাঁক নিয়ে যে নদীর সৃষ্টি তার নাম বাঁকখালী আর এই নদীটি দখল, দুষণসহ নাব্যতা হারাচ্ছে। এই নদীকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের জীবন হালচাল প্রতিনিয়ত হুমকির মূখে পড়ছে। এক সময়ের কর¯্রােতা বাঁকখালী দিন দিন অনেকটা প্রাণহীন। এক শ্রেণীর শক্তিশালী দখল বাজ গিলে খাচ্ছে বাঁকখালী। নদীর টানে নদীর বাঁকে একটাই লক্ষ্য নদী বাঁচাতে এখন প্রয়োজন নদী সচেতনা।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৯ জানুয়ারি বিকালে বাঁকখালী নদী ভ্রমণ করেন। সাথে ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট নদী গবেষক মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, নির্বাহী সদস্য সাংবাদিক আনছার হোসেন, বাঁকখালী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি আজাদ মনসুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস কক্সবাজার জেলা সভাপতি আবদুল আলীম নোবেল, সহ-সভাপতি আরোজ ফারুক, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিনার, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন রহমান, পুলিশ সদস্য রবিন।

পাঠকের মতামত: