ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দেশীয় তৈরী অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

এম.মনছুর আলম, চকরিয়া:  কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে ডুলাহাজারা সামাজিক বনায়নের ভেতর থেকে দেশীয় তৈরী একটি এলজি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ নুরুল কাদের(৩০)নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত ডাকত নুরুল কাদের বাড়ি পাশ্ববর্তী মহেশখালী উপজেলায় বর্তমানে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ পূর্ব ডুমখালী এলাকার নুরুল হকের পুত্র।বুধবার (৭ফেব্রুয়ারী)রাত্রে ডুলাহাজারা  ইউনিয়নের মালুমঘাট বনবিটের অদুরে সামাজিক বনায়নের ভেতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানাগেছে,উপজেলার মালুমঘাট বনবিটের অধীনস্থ সামাজিক বনায়নের ভেতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার গোপন সুত্রে সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপপরিদর্শক(এসআই)আবদুল খালেক ও এস আই গাজী মাঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায়।অভিযানকালে সামাজিক বনায়নের এলাকা থেকে নুরুল কাদের নামের এক ডাকাতকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ডাকাত কাদের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদক,ডাকাতির প্রস্তুতি ও অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানায়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।গ্রেপ্তারকৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি প্রস্তুতি ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।থানার এসআই আবদুল খালেক বাদি হয়ে এ নিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।ধৃত ডাকাতকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: