ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে মাদক ঠেকাতে গভীর রাতে অভিযান,মহিলাসহ ৫ জনকে দন্ড

নিউজ ডেস্ক ::   মাদক ঠেকাতে শুধু দিনে নয়, গভীর রাত পর্যন্ত অভিযানে যাচ্ছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১টা পর্যন্ত মাদকের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৫ জনকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে দন্ড ও সাজা দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

অভিযানকালে প্রথমে শৈবালের পাশের মধ্য লারপাড়া থেকে ইয়াবাসহ মো. সাজ্জাদ নামের যুবককে আটক করে ২ মাসের জেলা প্রদান করা হয়।
তারপর পুর্বলারপাড়া এলাকায় হামিদা নামের নারীকে ৬মাসের কারান্ড প্রদান করা হয়।
কলিম হোসেন এবং মো. ইব্রাহিম নামের আরো দুইজনকে ইয়াবা ব্যাবহারের জন্য নগদ অর্থদন্ড (যথাক্রমে ৫০০০ ও ৩০০০ টাকা) দেয়া হয়।
ওই সময় আটক মো শরীফ নামে আরেক জনকে ১মাসের জেল প্রদান করা হয়। এছাড়া রাত ১২ টার দিকে লাইট হাউজ এলাকায় অভিযান পরিচালিত হয় কিন্তু খবর পেয়ে পুর্বেই তারা পালিয়ে যায়।

অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি সোমেন মন্ডল, ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, জেলা প্রশাসনের পেশকার মো. জসীম ও আনসার ব্যাটেলিয়ন উওস্থিত ছিলেন।
নিরাপদ দেশ বিনির্মাণে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

পাঠকের মতামত: