ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রামুতে সাংসদ কমলের মায়ের জানাযায় শোকার্ত জনতার ঢল

সোয়েব সাঈদ, রামু ::

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী এবং রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের মাতা বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাযায় শরিক হন, জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ সহ হাজার হাজার শোকার্ত জনতা।

জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল ও চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানা। জানাযায় ইমামতি করেন, ইমামতি করেন, রামু কেন্দ্রিয় জামেয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক।

জানাযায়, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশিষ্ট আলেমেদ্বীন অফিসেরর এমদাদিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মূফতি মুর্শিদুল আলম চৌধুরী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইছহাক, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নুরুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, দৈনিক কালেরকন্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার তোফাইল আহমদ, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি মো. খোরশেদ আলম, সহ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ শাহজাহান, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম, নুরুল হক ও সোহেল জাহান চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, রামু ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমসহ ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

জানাযা শেষে মন্ডলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এরআগে রবিবার রাতে বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর মরদেহ রামু মন্ডলপাড়াস্থ বাড়িতে নিয়ে আসা হয়। রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার শোকার্ত মানুষ শোকাতহ পরিবার-পরিজনকে সমবেদনা জানাতে ছুটে যান।

উল্লেখ্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেন।

পাঠকের মতামত: