ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া বাসটার্মিনালে দোকান পুড়ে ছাই, ৮লক্ষাধিক টাকার ক্ষতি

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভার বাসটার্মিনালে জমজম টেলিকম ও কুলিং কর্ণার নামের মালিকানাধীন একটি দোকাঘর পুড়ে ছাই হয়েছে। রোববার ভোররাতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বিকাশের টাকা ও নগদ টাকাসহ অন্তত ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এদিকে দোকানের মালিক মো. জসীম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পাশ্ববর্তী দোকানি ও স্থানীয়রা রাত সাড়ে ৩টার দিকে আমাকে ফোন দিয়ে আগুনে দোকানঘর পুড়ে যাওয়ার খবর দেয়। সাথেসাথে আমি ঘটনাস্থলে পৌঁছি এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে। পরে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি সাংবাদিকদের জানান, দোকানে পানিয় পণ্য ছাড়াও মোবাইলের যাবতীয় অপারেটরের ব্যালেন্স লোডিং মোবাইল, বিকাশ, নগদ টাকা ও ২টি রেফ্রিজারেটরসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়। তবে তিনি আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি। এতে অন্তত ৮লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত: