ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিএনপি-জামায়াত রাজনীতিতে পরিত্যক্ত জনসমর্থণ হারিয়ে নির্বাচন বর্জণে সুযোগ খুঁজছে -চকরিয়া কৃষকলীগের সভায় বক্তারা

চকরিয়া কৃষকলীগের সভায় বক্তব্য দিচ্ছেন এডভোকেট আমজাদ হোসেন, রেজাউল করিম, জিয়াউদ্দিন চৌধুরী ও ফজলুল করিম সাঈদী।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

বিএনপি-জামায়াত এখন রাজনীতিতে পরিত্যক্ত শক্তি। রাজনীতির মাঠে তাদের আর ওঠে আসার সম্ভাবনা নেই। তাই এখন তারা জনসমর্থন হারিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জণের সুযোগ খুঁজছে। গত ৩ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে স্থাণীয় জনতা মার্কেট চত্ত্বরে দলের বিশেষ কাউন্সিল এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন প্রচারের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। বক্তাগণ আরো বলেন- আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মামলার রায় স্ব-সম্মানে মেনে নিন এবং রায়কে কেন্দ্র করে দেশে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আওয়ামীলীগ তার সমুচিত জবাব দেবে। বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া আসনে বিজয়ের লক্ষে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চকরিয়া উপজেলা কৃষকলীগের নব-নির্বাচিত সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এডভোকেট আমজাদ হোসেন, প্রধান বক্তা ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তৃতা করেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এম. কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফসিউর রহমান চৌধুরী, প্রবীণ আওয়ামীলীগ নেতা এস.এম. সিরাজুল হক, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন, পরিমল বড়ুয়া, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ নেতা এরফান উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা হোটেল শ্রমিক লীগের সভাপতি রুহুল কাদের মানিক। বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্্ আল ফারুক লোটাস, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দারুচ্ছালাম রফিক, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদশা মিঞা, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু, ছাত্রনেতা মোঃ মজনু, আমজাদ হোহসেন, কাইসারুল হক বাবুল, খোকন সিকদার, আবু ইউসুফ জয়, ইনতিসার রাব্বী, মোঃ আনাচ, সাজ্জাদ হোসেন, নওশাদ, ও ভুট্টো বক্তৃতা করেন। সভায় মাষ্টার মোহাম্মদ আলীকে সভাপতি ও কে.এম. নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক উপজেলা কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।##

পাঠকের মতামত: