ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি ::

বিএনপি নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন,‘সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী নির্বাচন হবে। বাংলাদেশে কেন আলাদা ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন থাকে না। দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। একাদশ সংসদ নির্বাচনেও অংশ না নিলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।  বিএনপিকে উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রিপরিষদ বর্তমান সময়ের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা ভয় পাচ্ছে কেন। তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।’ নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করছে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে শুধু কথা। বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারী রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।’ এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হায়দারসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: