ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আসন্ন এস এস সি পরীক্ষা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও

এম.মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় চলতি বছর উপজেলার আসন্ন এস.এস.সি, দাখিল ও কারিগরি পরীক্ষায় স্বচ্চতা, জবাবদিহিতা ও সুন্দর পরিবেশে পরীক্ষা বাস্তবায়নের লক্ষে কেন্দ্র কমিটি, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার(৩০জানুয়ারী) বিকালে উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠের হলরুম মিলনায়তনে কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনছারুল করিমের সঞ্চলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস,বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ প্রমুখ।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান উপস্থিত শিক্ষকদের উদ্যশ্যে বলেন,পরীক্ষা কেন্দ্রে একজন শিক্ষাকর্মী হিসাবে পর্যবেক্ষণ, দৃশ্যমান সমস্যা ও তা সমাধানকল্পে বিভিন্ন করণীয় কী হওয়া উচিত তার সার সংক্ষেপ তুলে ধরেন।তিনি বলেন,কেন্দ্রে শতভাগ পরীক্ষায় স্বচ্চতা ও জবাবদিহিতা এবং মনোমুগ্ধকর সুষ্ট পরিবেশে পরীক্ষা দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রের মান অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান।উল্লেখ্য যে,চলতি বছরে উপজেলায় আসন্ন এস.এস.সি, দাখিল ও কারিগরিসহ মোট ৭টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা অনুষ্টিত হবে।মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: